সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বাংলা উপসর্গ শেখা

বাংলা উপসর্গ শেখা

 

কবিতা্র মাধ্যমে উপসর্গ মনে রাখার কৌশল দেয়া হল ।আশাকরি এটি আমাদের উপকারে আসবে ।

 

বাংলা উপসর্গ (২০ টি)

কেজো অঘারাম হাভাতে হাঘরে

রামবোকা অনাদরে কাঁদছে ঝোরে।

অনাচারে ভরপুর অজপাড়া গাঁয়

সুকাজে সুনাম নেই ; রব কুকথায়।

কদাকার আড়চোখা ভরসাঝেঁ যায়

ধোয়া কদবেল আনমনে খায় ।

আবছায়ে সাজোয়ান ধরে পাতিহাঁস  

ঊনভাত নিঁখুত বিফল না ইতিহাস 

 

সংস্কৃত উপসর্গ (২১ টি)

 

অপবাদ প্রসারে অনুতাপ নিদারুণ

সমাগত প্রতিবাদে অভিযান সুনিপুন

অতিশয় পরিমানে অধিবাস মরণ

অবরোধে উদগ্রীব দূর্গম বিচরণ

উপদ্বীপে উৎসুক সুনীলের প্রস্থান 

নির্জীবের পরাজয় প্রতিদিন অনুক্ষণ।

শিক্ষার্থীরা কবিতা দুটো শিখে ফেললে উপসর্গ ও এর প্রয়োগ করতে সক্ষম হবে।
                            ----

 

 

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...