রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ভোটের গান

ভোটের গান

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে, ভোট দেওয়ার মাধ্যমে লোকেরা তাদের নেতৃত্বকে নির্বাচন করে। নির্বাচন দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। বাংলাদেশের মধ্যে নির্বাচনের উদযাপন বিশ্বব্যাপী একটি অনন্য উদাহরণ যদিও এতে অন্যায় প্রভাব বিস্তার এবং দুর্নীতি হয়।
             

এখানে ভোটার প্রধানতঃ দুটি ভাগে বিভক্ত; সক্রিয় এবং নিষ্ক্রিয় বেশিরভাগ সময় নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য  সক্রিয়  ভোটারদের খারাপ ভূমিকার কারণে হারায়। ভোটার কার্যক্রমে হস্তক্ষেপের মাধ্যমে এবং পোলিং বুথে গন্ডগোলের মাধ্যমে  সক্রিয় ভোটাররা নৃশংস কাজের মধ্যে নিজেদের যুক্ত করেন।  সাধারণত, তারা প্রতিদ্বন্ধী সমর্থকদের আক্রমণ করে। এই কারণে, নির্বাচনের সময় অনেক ভোটার  নিহত এবং গুরুতরভাবে আহত হন।  কিন্তু প্রার্থীদের নির্বাচণি প্রচারের সময় তাদের সমর্থকেরা সুন্দর করে গাণ গেয়ে গেয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালায় ।আশির  ও নব্বইয়ের দশকে বড় বড় সমাবেশের মাধ্যমে প্রার্থীগণ তাদের সমর্থক সংখ্যার জানান দিত।বর্তমানে বড় বড় সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না।এতে নিরাপত্তার সংকট রয়েছে।তবে ভোট বাংলাদেশে সত্যিই একটা উৎসব।


        





১.আমার ভাই তোমার ভাই
কামাল ভাই কামাল ভাই।
২.মা বোনেরা সালাম নিন
কামাল ভাইকে ভোট দিন।
৩.খেজুর গাছের মিষ্টি রস
মীর্জা ভাইয়ের দিল সরস।
৪.মনের মত মানুষ চাই
মীর্জা ভাই আছেন তাই।
৫.সামনে আছে শুভ দিন
কামাল ভাইকে ভোট দিন।
৬.সুখেদুঃখে কাকে পাই
সে আমাদের কামাল ভাই
৭.কামাল ভাইয়ের মার্কা কী
 গাভী ছাড়া অন্য কী।
৮.মাবোনেদের  বলে যাই
গাভী মার্কায় ভোট চাই।
৯.পানে চুনে ঠোট লাল
গাভী মার্কা অতি ভাল।
১০.মনে মনে মন মিলাও
গাভী মার্কায় ভোটটি দাও।

১১.সুরে সুরে সুর মিলাও
গাভী মার্কায় ভোটটি দাও।
১২.আমার ভোট আমি দিব
যাকে ইচ্ছা তাকে দিব।
১৩.কামাল ভাইয়ের সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন।
১৪.মশালের আলো
ঘরে ঘরে জ্বালো।
১৫.কামাল মিয়ার বুড়ো গাই
ভোটের আগে বিয়ন চাই।
১৬।হৈ হৈ রৈ রৈ
কামান মিয়া গেল কৈ?
এই রকম বহু রকম গান গেয়ে গেয়ে ভোটের প্রচারণা চালান হত।পূর্বে হ্যান্ড মাইকে প্রচারণা হত ;যা জনসমাজে সহনীয় ছিল।কিন্তু বর্তমানে মাইকে প্রচারণা মারাত্মক শব্দদূষণ সৃষ্টি করছে।




বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

প্রধান শিক্ষকের আত্মকথা(৪):খড়ের গাঁদায় আগুন

প্রধান শিক্ষকের আত্মকথা:পর্ব-৪
খড়ের গাঁদায় আগুন


ওলিউল্যা স্যার অন্যজাতের মানুষ।মাঝেমাঝে কিছু কথা বলেন যাতে মনে হয় আমাকেই ঘাঁটাচ্ছেন। পরক্ষণেই দেখি না,তিনি তার স্বাভাবিক কাজই করছেন। স্কুলে এস এস সি টেস্ট পরীক্ষা চলছে।শিক্ষকদের অনেকেই একটু আগে বাগে এসেছিলেন।তিনি হঠাৎ প্রশ্ন করলেন,আপনারা কখনো কী খড়ের গাঁদায় আগুন দেখেছেন?
 আমারা তাঁর হঠাৎ করা প্রশ্ন বুঝুতে চেষ্টা করছি।আবার তিনি বললেন,যেদিন খড়ে আগুন লাগে সেদিন দু'টো ঘটনা ঘটে।শুনুন। খড়ের গাঁদা থাকে বাড়ির  সীমানার বাইরে। যখন চোরের দল,প্রতারকচক্র কারো অন্দরে প্রবেশের পরিকল্পনা করে তখন তারা ঘরের মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়।এইজন্য তারা খড়ের গাঁদায় আগুন দেয়।এই যে দেখুন,চোরের দল মায়ানমারে আগুন লাগিয়েছে; এটা হল খড়ের গাঁদা। সবার দৃষ্টি ওই দিকে।আলোচনা, টকশো,জাতিসংঘ আর আমজনতার আড্ডার বিষয় হচ্ছে এটি।কিন্তু কেউই অন্দরমহল নিয়ে যৌক্তিক আলোচনা করছে না।সবার দৃষ্টি যখন বাইরে থাকে তখন চোর চুরির কাজ সম্পন্ন করে।আমি হলাম গিয়ে বেদরকারি শিক্ষক।কে শুনবে আমার কথা।এই মুহূর্তে সরকারকে সবচেয়ে সতর্ক থাকতে হবে।একবার আমাদের খড়ের গাঁদায় আগুন লেগেছিল।সবাই ওইদিকে দৌঁড়ে গেল।অনেকে ঘরর দরোজা খোলা রেখে গেল।এর ফাঁকে চোরের কাজ চোর করল।পরিবার কিংবা স্কুল রাষ্ট্রের এক একটি ক্ষুদ্রতম রূপ।    লোকটি দু'বছর আগে এই রকম একটি কাহিনী শুনিয়ে ছিলেন।        তার পর আমি একটা সংকটে পড়েছিলাম।সেদিন তিনি বলেছিলেন,কয়েকটা জিনিশ বংশগত। বলতে পারেন সেগুলো কী? আমাদের নবীন শিক্ষক রায়হান বলল,জানি স্যার।এটা হল:বিশ্বাস,সাহস আর তাগত। অত:পর তিনি যুক্ত করলেন:কয়েকটি বিষয়  অভ্যাসগত;এগুলো হল:কর্মস্থলে যথা সময়ে উপস্থিত হওয়া,মিথ্যাকথা বলা,যৌনতা।
তিনি বললেন, বিশ্বস্ত থাকার গুণ  নাকি মানুষ সহজে অর্জন করতে পারেনা।।এইজন্য   মানুষের বংশ দেখে আমানত গচ্ছিত রাখা উচিত।নিচ বংশের মানুষের কাছে দেশের আমানত গচ্ছিত রাখার ফল দেখুন।বর্তমানে জাতীয় শিক্ষাব্যয়ের সমান অর্থ ঋণ খেলাপিদের হাতে। ব্যাংকের কর্তারা দেখেশুনে চোরদের হাতে মানুষের আমানত তুলে দিয়েছে।এই জন্য ব্যাংকে চাকুরীপ্রার্থীরা  চোর, বাটপারের ছেলে মেয়ে কী না যাচাই বাচাই করা উচিত।এরা বড় পদ বা সুযোগ পেলে দেশও বিক্রি করে দেয়।এখনতো তাই হচ্ছে।
চলবে


বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

প্রধান শিক্ষকের আত্মকথা(পর্ব-৩):নতুন অভিজ্ঞতা

প্রধান শিক্ষকের আত্মকথা:পর্ব-৩

 দিন পনের প্রচুর ঝামেলার মধ্য দিয়ে কেটেছে।মাঝে মাঝে উপজেলায় বিভিন্ন মিটিং যেতে হয়েছে।প্রধান শিক্ষকদের মজলিসে বসতাম।একজন একেক রকম বুদ্ধি দিলেন।কেউ কেউ  হাস্যরসে একহাত দিলেন;বল্লেন,  শেষতক চেয়ারটা ভাগিয়ে নিলেন জহির সাহেব।
  মাঝেমাঝে নিজেকে অসহায় মনে হয়।ভাবি,আমি কী  অপরাধ  করেছি ?উত্তর পাইঃনা।১৯৮৬ সালে  বিএসসি পাশের পর সহজেই একটি সরকারি চাকুরী নিতে পারতাম।সে সময় এরশাদের জাতীয় ছাত্র সমাজের ব্যানারে ক্যাডার সার্ভিসে চাকুরী জুটানো কঠিন ছিলনা। এই সময়ে বহু বিসিএস প্রার্থী স্নাতক(পাস) পাশের পরই গেজেটেড মার্যাদার চাকুরী পেয়েছিল।সেবার ব্রত হিসেবে শিক্ষকতাকে অতি উত্তম মনে হয়েছিল।অন্যদিকে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বৈরাচারী এরশাদের আগমনকে কখনো সমর্থন দেয় নাই।এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নব্য কোটিপতির জন্ম হয়েছিল।সরকারি গুদামের চাল বিক্রি করে অনেক ব্যক্তি জাতে উঠেছিল।তারা যা ইচ্ছে তা- করতে পারত।আমাদের মত পরিবারের ছেলেদেরই সমস্য হল।আমরা পারিনি।
একদিন   আলিমুদ্দিন স্যার বিনীত স্বরে ডাকলেন।চা দোকানে বসে বসে বেশ কিছু কথা বললেন;যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি  বললেন,কমিটির সদস্যদের সাথে অতিরিক্ত মাখামাখি করবেন না;আবার তুচ্ছও ভাববেন না। তাহলে ঝামেলায় পড়বেন।কোন শিক্ষকের বিরুদ্ধে কমিটির কাছে অভিযোগ করবেন না। কারণ, এদের অনেকের সুশিক্ষার অভাব আছে, কারো  কারো  তেমন পড়ালেখাও নেই।শিক্ষিত লোকের দোষ তালাশ করা এদের সখ। একই পরিবারে বিভিন্ন মানসিকতার মানুষ থাকে;এটি মাথায় রাখবেন।পাগলেটে শিক্ষকদের ঘাঁটাবেন না।এঁদের  অধিকাংশ সত্যবাদী হয়ে থাকেন।বয়স্ক শিক্ষকদের সম্মান দেখাবেন।দেখবেন,ভাল সময় কাটবে।আর অর্থনৈতিক ব্যাপারে সততা বজায় রাখবেন।'ভাগকর আর ভোগকর ' এই মানসিকতা ত্যাগ করতে হবে।আপনি ছাত্রজীবনে ভাল ছাত্র ছিলেন।আপনি চাইলেই সুনাম অর্জন করতে সমর্থ হবেন।


তার প্রতিটি কথা মনে রাখার মত।তাঁর সুনাম আছে।ছাত্র জীবনে প্রথম সারির ছাত্র ছিলেন।তার স্কুলের শিক্ষকগণ তাঁকে ভয় এবং সমীহ করেন।তিনি   ক্লাসের বারান্দা দিয়ে হাঁটলে অনেকের কথা বন্ধ হয়ে যায়।তবে তিনি কোন শিক্ষককে কখনো বিব্রত করেননি।তিনি কখনো একা ডেকে কথা বলেন,কখনো শিক্ষক কাউন্সিলে বসলে সামষ্টিকভাবে শিক্ষকদের সীমাবদ্ধতার বিষয় উল্লেখ করেন।তাঁর স্কুলের বহু ছাত্র পেশাগতক্ষেত্রে ঈর্ষনীয় উন্নতি করেছে।
তার সাথে আলাপের পর মনে জোর পেলাম।তিনি আমার নিয়োগের বিষয়ে কিছুই বললেন না।
নতুন অভিজ্ঞতা:
সেপ্টম্বরের শেষ সপ্তাহে ইউ এন অফিসে যেতে হয়েছিল।সেখানে বদুমিয়া বালিকা বিদ্যালয়ের কমিটির কয়েকজন লোক এসেছিল। আমাদের পাশের গ্রামের স্কুল এটি। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কতিপয় অভিযোগ নিয়ে এসেছিল।প্রথম অভিযোগ হচ্ছে,তিনি খুবই খারাপ।তিনি নিজের মত স্কুল চালাচ্ছেন,কারণে অকারণে শিক্ষকদের ছুটি দেন,ইচ্ছেমত খরচ করেন,কোন ক্লাস নেননা,নেতাগিরি করেন,এখানে সেখানে শালিস করে বেড়ান,দু'একজন মেডাম প্রায়ই স্কুলে দেরি করে আসেন ইউ এন সাহেব তাদের দরখাস্ত রেখে যেতে বললেন।তারপর জিজ্ঞাসা করলেন,স্কুলের পাবলিক পরীক্ষার ফলাফল কী রকম? উপস্থিত ব্যক্তিগণ একে অন্যের দিকে তাকালেন।উত্তর দিতে পারলেন না।তখন আমার দিকে তাকালেন।আমি বললাম,১৯১৩ সালে জেএসসি তে শতভাগ পাশ করেছে এবং ১৯১৪ সালে এসএসসি তে শতকারা নব্বই ভাগ।ইউ এন সাহেব বললেন,স্কুলের রেজাল্ট ভাল হলে প্রধান শিক্ষককে ভাল বলতে হয়। লোকেরা কোন কথা খুঁজে পেলনা।ঘটনাটি আমাকে প্রচন্ডভাবে নাড়া দিল।

প্রথম এস এস সি পরীক্ষার ফরম ফিল আপ

এরই মধ্য এস এস সি টেস্ট পরীক্ষা শুরু হল।কমিটির সভাপতি কমিটির সভা আহবানের অনুরোধ করলন।ম্যানেজিং কমিটির সভা ডাকা হল।অভিভাবক সদস্যদের দাবী, এবার শতভাগ পাশ চাই।আলোচনা শুরু হল।বিজ্ঞসভ্যবৃন্দ মতামত দিলেন।তারা প্রায় সকলে একবাক্যে সিদ্ধান্ত দিলেন ;টেস্টে সকল বিষয়ে উত্তীর্ণ  না হলে ফর্ম ফিল আপের জন্য অনুমতি দেয়া হবে না।তারা   শিক্ষক প্রতিনিধির মতামত চাইলেন।  তাদের একজন বললেন,দুই তিন বিষয়ে ফেল করলে তো বোর্ডই  ঐ সব বিষয় পুনঃপরীক্ষার সুযোগ দেয়।আমরাও তো দিতে পারি।অন্যদিকে এরা স্কুল থেকে দূরে থাকলে হতাসাগ্রস্ত হয়ে পড়ে।অতএব আমি মনে করি,সকল শিক্ষার্থীদের এলাউ করা উচিত।

" আপনি এলাউ করেনভালপাশের হারে পতন হবেশেষে সবার MPO নিয়ে টানা টানি হবেকারণ দর্শাও নোটিস আসবেআপনারা কী তা চাহেন?"জনৈক সদস্য বললেন

  "আমি আমার অভিমত দিলাম এখন সিদ্ধান্ত আপনাদের"

  "আপনারা নাম্বার হাতে রেখে খাতা কাটবেনতাহলে ছাত্র ছাত্রীরা ভয় পাবেপড়া লেখা করবে"একজন সদস্য মত দিলেন

 সর্বশেষে, সদস্যগণ সিদ্ধান্ত দিলেন ;একশত কুড়ি জনের মধ্যে ত্তর জনকে এলাউ করা হবে

 যথারীতি টেস্ট পরীক্ষা শেষ হলোসত্তরজন শিক্ষার্থী উত্তীর্ণ হল এবং ফরম ফিল আপ ফিস নির্ধারিত হলসত্তরজন ফরম পূরণ করলোএর পরে ঘটনা  ভিন্ন দিকে মোড় নিলঅভিভাবক প্রতিনিধি রহমত মোল্লা   একটি   স্লিপ পাঠালেন সেখানে চারজন শিক্ষার্থীর নাম ছিলতিনি প্রত্যেকের বিপরীতে দুই হাজার টাকা করে দিলেনআমি   বড় বিপন্ন বোধ করলাম।এর পর পর এলো আরও পাঁচটি স্লিপ পাঠিয়েছেন অন্য এক সদস্যতিনিও দুই হাজার করে পাঠালেনকেউই অতিরিক্ত ক্লাসের জন্য টাকা দিলেন নাআমরা তাদের ফরম ফিল আপ না করিয়ে পারলাম নাআমার সহকর্মীদের কেউ কেউ কিছু বলতে ছেয়েছিলেনকমিটির সদস্যগণ স্পষ্ট জানিয়ে দিলেন,সমাজের প্রতি আমাদেরও দায়িত্ব আছেপাঁচ বছর পড়াবার পর এদেরকে পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করবেনতা হয় নাআপনারা শিক্ষকেরা বছর বছর পাশ করিয়ে উপরের ক্লাসে তুলে দিয়েছেন;আর এখন বাচ্ছাদের ফেল করাচ্ছেন।গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নিচ্ছেন।এখন বলুন, শিক্ষার্থীরা ফেল করল কেন?দেখতেছিতো :অধিকাংশ শিক্ষক ধান্দাবাজির সাথে জড়িত।ছাত্র-ছাত্রীরা তাদের পড়া ক্লাসে বুঝেনা;প্রাইভেটে বুঝে।কী বিষ্ময়কর বিষয়! আমরা যখন ছাত্র ছিলাম শুধুমাত্র রমজানের বন্ধে প্রাইভেট পড়তাম।স্যারেরা, অযৌক্তিক কারণে কোন শিক্ষার্থীকে ফেল করাতো না।বলুন তো,আম কী ভুল বলেছি?
অন্য একজন বললেন,আপনারা দেশের জনগণের ট্যাক্সের টাকায় পড়ালেখা করেছেন।সুতরাং আপনারা শুধু নিজের লাভ খুজলে চলবেনা।
 সবাই চুপ।আমিই বললাম, আপনি ঠিক বলেছেন।
"আরে এখনতো ছাত্র ছাত্রী প্রাইভেট না পড়লে শিক্ষক তাদেরকে কৌশলে টিজ করে।সামান্য অজুহাতে পিটানো হয়।আর যদি বাইরে কারো কাছে পড়ে তবে তো মহাভারত অশুদ্ধ হল।আমাদের কাছে এসব অভিযোগ আসে।"
"আপনাদের যদি এত টাকাওয়ালা হবার সখ,তা হলে অন্যকিছু করুন।এই মহান পেশাকে কলংকিত করার দরকার কী?"
আমার মনে হল:  তাদের সকলের  কথায় যুক্তি সমাজের প্রতি দরদ আছে।আলিমুদ্দিন স্যার বলেছিলেন,সকল মানুষের মাঝে সততা সম্ভাবনার দিকটি খুঁজবেন।
যাদের স্লিপ দেয়া হয়েছে তাদের প্রত্যেককে  পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।অবশেষে, তাদের কথাই রাখা হলো টেস্টে ছয়-সাত বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের  ফরম ফিল আপ হলো

   পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাসে অংশ নিলতারা  জানালো ,তাদের প্রায় প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে দিয়েছেকিন্তু আমরা অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়াদের অতিরিক্ত ক্লাসের টাকা আদায়ে চাপ দিই না।স্লিপে আগত অধিকাংশই অতিরিক্ত ক্লাসের ফিস আর দিতেই পারে নি;অথচ পরীক্ষার্থীরা কম-বেশ টাকা দিয়েছেফলে অতিরিক্ত ক্লাস করেও পঞ্চাশ জন শিক্ষার্থীর কোচিংএর টাকা শিক্ষকগণ পায়নি।
আমাদের শিক্ষকদের মধ্যে অলিউল্যা সাহেব ঐ টাকা আদায়ে জোরাজোরি করতে নিষেধ করলেন।তিনি বললেন,দীর্ঘদিন অনিয়মের মধ্যে বিদ্যালয় চলেছিল।ফলে কমিটির অনেক সদস্য এটাকে স্বাভাবিক মনে করে অথবা তাদের অধিকারে অংশ মনে করে। গত বছর তো ফরম পিল আপের টাকা স্কুল কমিটি জমা নিয়েছিল।সে যে কী বিতিকিরিচ্ছি কাণ্ড!নবীনেরা বললেন, আমরা ছাত্রছাত্রীদের থেকে টাকা চাইব।দেখবেন,ওদের গোমর ফাঁস হয়ে যাবে।
আমি বললামঃযামেলা বাড়িয়ে লাভ নেই।সামনের দিন গুলোতে এই রকম অবস্থায় যেন না পড়ি সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।যথা সম্ভব সকল শিক্ষার্থী যাতে যোগ্য বিবেচিত হয়; সে ব্যাবস্থা নিতে হবে।এই জন্য আমরা নতুন পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিই।  


Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...