ভোটের গান
বাংলাদেশ
একটি গণতান্ত্রিক দেশ। এখানে, ভোট দেওয়ার মাধ্যমে লোকেরা তাদের নেতৃত্বকে
নির্বাচন করে। নির্বাচন দেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। বাংলাদেশের মধ্যে নির্বাচনের
উদযাপন বিশ্বব্যাপী একটি অনন্য উদাহরণ যদিও এতে অন্যায় প্রভাব বিস্তার এবং দুর্নীতি হয়।
এখানে
ভোটার প্রধানতঃ দুটি ভাগে বিভক্ত; সক্রিয়
এবং নিষ্ক্রিয়।
বেশিরভাগ সময় নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য সক্রিয় ভোটারদের খারাপ ভূমিকার কারণে হারায়। ভোটার
কার্যক্রমে
হস্তক্ষেপের মাধ্যমে এবং
পোলিং বুথে
গন্ডগোলের মাধ্যমে সক্রিয় ভোটাররা নৃশংস কাজের মধ্যে নিজেদের যুক্ত করেন। সাধারণত, তারা
প্রতিদ্বন্ধী
সমর্থকদের আক্রমণ করে।
এই কারণে, নির্বাচনের
সময় অনেক ভোটার নিহত এবং গুরুতরভাবে আহত
হন। কিন্তু প্রার্থীদের নির্বাচণি প্রচারের সময় তাদের সমর্থকেরা
সুন্দর করে গাণ গেয়ে গেয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা চালায় ।আশির ও নব্বইয়ের দশকে বড় বড় সমাবেশের মাধ্যমে
প্রার্থীগণ তাদের সমর্থক সংখ্যার জানান দিত।বর্তমানে বড় বড় সমাবেশের অনুমতি দেয়া
হচ্ছে না।এতে নিরাপত্তার সংকট রয়েছে।তবে ভোট বাংলাদেশে সত্যিই একটা উৎসব।
১.আমার
ভাই তোমার ভাই
কামাল
ভাই কামাল ভাই।
২.মা
বোনেরা সালাম নিন
কামাল
ভাইকে ভোট দিন।
৩.খেজুর
গাছের মিষ্টি রস
মীর্জা
ভাইয়ের দিল সরস।
৪.মনের
মত মানুষ চাই
মীর্জা
ভাই আছেন তাই।
৫.সামনে
আছে শুভ দিন
কামাল
ভাইকে ভোট দিন।
৬.সুখেদুঃখে
কাকে পাই
সে
আমাদের কামাল ভাই
৭.কামাল
ভাইয়ের মার্কা কী
গাভী
ছাড়া অন্য কী।
৮.মাবোনেদের
বলে যাই
গাভী
মার্কায় ভোট চাই।
৯.পানে
চুনে ঠোট লাল
গাভী
মার্কা অতি ভাল।
১০.মনে
মনে মন মিলাও
গাভী
মার্কায় ভোটটি দাও।
১১.সুরে
সুরে সুর মিলাও
গাভী
মার্কায় ভোটটি দাও।
১২.আমার
ভোট আমি দিব
যাকে
ইচ্ছা তাকে দিব।
১৩.কামাল
ভাইয়ের সালাম নিন
নৌকা
মার্কায় ভোট দিন।
১৪.মশালের
আলো
ঘরে
ঘরে জ্বালো।
১৫.কামাল
মিয়ার বুড়ো গাই
ভোটের
আগে বিয়ন চাই।
১৬।হৈ হৈ রৈ রৈ
কামান মিয়া গেল কৈ?
এই রকম বহু রকম গান গেয়ে গেয়ে ভোটের প্রচারণা চালান
হত।পূর্বে হ্যান্ড মাইকে প্রচারণা হত ;যা জনসমাজে সহনীয় ছিল।কিন্তু বর্তমানে মাইকে
প্রচারণা মারাত্মক শব্দদূষণ সৃষ্টি করছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন