মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

আগামীর উপমহাদেশ :আমাদের প্রত্যাশা


আগামীর উপমহাদেশ :আমাদের প্রত্যাশা
ভারতীয় উপমহাদেশ বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল।অথচ অনৈক্য আর দ্বন্ধের কারণে তারা পিছিয়ে আছে।
আমরা বিচ্ছিন্ন, আমরা বিভেদে জড়িত, আমরা পরষ্পারিক অবিশ্বাসে আক্রান্ত ; তবে আমরা পাশাপাশি থেকেও কিভাবে এগিয়ে যাব?  বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ , ভারত আর পাকিস্থান এ তিনের  ঐক্য অনিবার্য হয়ে উঠেছে ; এটি আমার বিশ্বাস এবং প্রত্যাশা। এজন্য,  শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এ তিন দেশ একটি কনফেডারেশন গঠন করা প্রয়োজন। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্থানে গণতান্ত্রিক শক্তির উত্থানের কারণে এই প্রক্রিয়া এগিয়ে নেয়া সহজতর হবে বলে মনে হয়।
নিজেদের নিরাপত্তা ও সমৃদ্ধিককে নিশ্চিত করার প্রত্যয়ে বিশ্বের  বহু অঞ্চল নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলেছে। বিশেষকরে ইউরোপের দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত ইউরোপিয় ইউনিয়ন উজ্জ্বল উদাহরণ। এক সময় এদের মধ্যে ছিল প্রচণ্ড অবিশ্বাস, দ্বন্দ্ব আর যুদ্ধ ; কিন্ত এখন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুব্লকের দেশ আমেরিকা এবং রাশিয়া নিজ নিজ বিশ্বাস ও চিন্তায় আলাদা থেকেও একই লক্ষ্য অর্জনে লড়েছে।কিন্তু আমরা পারছি না। আমরা ঐক্যকে অনৈক্যে রূপান্তরিত করেছি। ফলে আজ সর্বদিকে পিছিয়ে রয়েছি।
     আমারা পারষ্পরিক সহযোগিতায় পিছিয়ে আছি।আথচ আমারা চাইলে কেউ আমাদের পথ আটকাতে পারবে না। ধর্মীয় উম্মাদনা আর উগ্রবাদ পুরো উপমহাদেশের জন্য হুমকী।অন্যদিকে বাকী বিশ্বের সুবিধাবাদীরা এই বিচ্ছিন্নতার সুবিধা নিচ্ছে।
ভারত বিভক্ত হওয়ার পর থেকেই এই অঞ্চলে সংঘাত লেগেই আছে। যে বিশ্বাস ও তত্ত্বের উপর ভর করে এই বিভক্তি - তা মিথ্যা প্রমানিত হয়েছে।বর্তমানে ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পাকিস্তানের প্রায় সমান । অতএব আমাদের বোধোদয় হওয়া উচিত। বহিঃশত্রুর দ্বারা প্ররোচিত হয়ে যুদ্ধফ্রন্ট নিজেদের উঠোনে আনা মহা ভুল। আজ আমাদের নেতাদের উচিত এনিয়ে সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়া উচিত।
বিশেষ করে ভারত উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারে।যেহেতু ভারতের বিচ্ছিন্নতার জন্য কংগ্রেসে সরাসরি অভিযুক্ত,তারা বরাবরই এইক্ষেত্রে পিছিয়ে আছে। স্বাধী্নতার পরে কংগ্রেস ব্যতীত অন্য সরকারের সময়ে বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ হয়েছে।বর্তমান বিজিপি সরকার এই বিষয়ে ইতিবাচক মনোভাবসম্পন্ন ।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের অন্যতম সাহসী এবং মানবতাবাদী নেতা।তিনিও এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন।
বাংলাদেশ,ভারত এবং পাকিস্তান পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিকরা উচিত।আমি বিশ্বাস করি এর মধ্যদিয়ে উপমাদেশ নতুন সভ্যতার জন্ম দিতে সমর্থ হবে ; এবং এরাই হবে পুরো বিশ্বের কর্ণধার।
                                                                 _____


শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

প্রসংগ:নারীস্বাধীনতা,প্রেম ও কাম

প্রসংগ:নারীস্বাধীনতা,প্রেম ও কাম

পুরুষ ও নারীর প্রেম ও কামের রুপ-রং ভিন্ন।নির্দিষ্ট নারীতে প্রচণ্ডভাবে ভালবাসা অনুভবের পরেও অনেক পুরুষ অন্যনারীতে দেহজ সম্পর্ক তালাশ করে।সেখানেও তাদের যুক্তি থাকে ; থাকে অনুতাপ।অন্যদিকে বহু নারী আছেন যারা অসম্ভমরকম সংসারী ; সন্তান,শশুর-শাশুড়ি কে দেখা শুনা করেন। কিন্তু তারাও গোপনে অন্যায্য শয্যাগত হন ;বলেন : সংসারের জন্য।সত্য হচ্ছে :সব রকম স্বাধীনতা সত্ত্বার অন্তর্গত সামর্থ আর শক্তির অনুগামী।এর অন্যথা হলে ব্যাক্তি নিজ পতনকেই নিশ্চিত আর দ্রুততর করে।এইক্ষেত্রে ধর্মীয় বিধান মানবজাতিকে পথ দেখিয়েছে যা তাদের নিষ্কলুষ জীবন ধারায় পরিচালিত করেছে।আমি মনে করি, সকল ধরণের স্বাধীনতাই আপেক্ষিক এবং ব্যাক্তি নিরেপেক্ষ।ব্যাক্তির যোগ্যতা তার স্বাধীনতার সীমা নির্দিষ্ট করে দিবে।এর অন্যথা হলে এর যথেষ্ট অপব্যাবহার হবে।আর আমরা নারী স্বাধীনতা নিয়ে টানাটানি করবো, পুরুষের স্বার্থপরতা খুঁজবো আর এর সমাধানে এনজিও খুলবো। এর মধ্যদিয়ে নারী স্বাধীনতাকামী সমাজের একটা গোষ্ঠীকে অনিশ্চিত অবস্থায় নিপতিত করবো।এক্ষেত্রে সফলতা প্রচারের জন্যও অনেকে এগিয়ে আসবেন।কাম-প্রেম- যৌনতা আর নারী স্বাধীনতা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। তা যেমন ছিল তেমনি থাকবে।সমাজ বিনির্মানে নতুন তত্ত্ব আসবে, তথ্য আসবে ; তেমনিভা.বে আমাদের বিতর্কও এগিয়ে যাবে।
বোধঃবিষয়, নারী

২।বহু নারীর অক্ষম আস্ফালন নিষিদ্ধ জগতের স্থায়ী বাসিন্দা করে ।কিন্তু ভিন্নমতের সৌন্দর্য তাদের অন্ধ আবেগের কাছে তুচ্ছ এবং বোধাতীত ।ফলে পবিত্র আর উত্তম জীবন তাদের কাছে অসহনীয় হয় ।
৩। এই এক বিষ্ময়কর বিষয়ঃমানুষ বৃক্ষের ফল খেয়ে খুশি ; অথচ অবহেলায় বৃক্ষটাকেই মেরে ফেলে ।

১।অনেক নারী সেবাদাসীর মত জীবন কাটাতে চায়;প্রেমিকার মত না ।ফলে তার উৎপাদিত ফসল সামাজিক বৈধতা পেলেও তার নিজের কাছেই প্রশ্নবিদ্ধ বৈধতা পায় ; যা তার উত্তরকালকে ধ্বংসের মুখে ফেলে দেয় ।এসব সেইসব নারী যারা তাদের অক্ষমতাকে রূপান্তরিত করে প্রমোদসঙ্গীনী হিসাবে । 1/6/17




Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...