মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

আগামীর উপমহাদেশ :আমাদের প্রত্যাশা


আগামীর উপমহাদেশ :আমাদের প্রত্যাশা
ভারতীয় উপমহাদেশ বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল।অথচ অনৈক্য আর দ্বন্ধের কারণে তারা পিছিয়ে আছে।
আমরা বিচ্ছিন্ন, আমরা বিভেদে জড়িত, আমরা পরষ্পারিক অবিশ্বাসে আক্রান্ত ; তবে আমরা পাশাপাশি থেকেও কিভাবে এগিয়ে যাব?  বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ , ভারত আর পাকিস্থান এ তিনের  ঐক্য অনিবার্য হয়ে উঠেছে ; এটি আমার বিশ্বাস এবং প্রত্যাশা। এজন্য,  শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এ তিন দেশ একটি কনফেডারেশন গঠন করা প্রয়োজন। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্থানে গণতান্ত্রিক শক্তির উত্থানের কারণে এই প্রক্রিয়া এগিয়ে নেয়া সহজতর হবে বলে মনে হয়।
নিজেদের নিরাপত্তা ও সমৃদ্ধিককে নিশ্চিত করার প্রত্যয়ে বিশ্বের  বহু অঞ্চল নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলেছে। বিশেষকরে ইউরোপের দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত ইউরোপিয় ইউনিয়ন উজ্জ্বল উদাহরণ। এক সময় এদের মধ্যে ছিল প্রচণ্ড অবিশ্বাস, দ্বন্দ্ব আর যুদ্ধ ; কিন্ত এখন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুব্লকের দেশ আমেরিকা এবং রাশিয়া নিজ নিজ বিশ্বাস ও চিন্তায় আলাদা থেকেও একই লক্ষ্য অর্জনে লড়েছে।কিন্তু আমরা পারছি না। আমরা ঐক্যকে অনৈক্যে রূপান্তরিত করেছি। ফলে আজ সর্বদিকে পিছিয়ে রয়েছি।
     আমারা পারষ্পরিক সহযোগিতায় পিছিয়ে আছি।আথচ আমারা চাইলে কেউ আমাদের পথ আটকাতে পারবে না। ধর্মীয় উম্মাদনা আর উগ্রবাদ পুরো উপমহাদেশের জন্য হুমকী।অন্যদিকে বাকী বিশ্বের সুবিধাবাদীরা এই বিচ্ছিন্নতার সুবিধা নিচ্ছে।
ভারত বিভক্ত হওয়ার পর থেকেই এই অঞ্চলে সংঘাত লেগেই আছে। যে বিশ্বাস ও তত্ত্বের উপর ভর করে এই বিভক্তি - তা মিথ্যা প্রমানিত হয়েছে।বর্তমানে ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পাকিস্তানের প্রায় সমান । অতএব আমাদের বোধোদয় হওয়া উচিত। বহিঃশত্রুর দ্বারা প্ররোচিত হয়ে যুদ্ধফ্রন্ট নিজেদের উঠোনে আনা মহা ভুল। আজ আমাদের নেতাদের উচিত এনিয়ে সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়া উচিত।
বিশেষ করে ভারত উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারে।যেহেতু ভারতের বিচ্ছিন্নতার জন্য কংগ্রেসে সরাসরি অভিযুক্ত,তারা বরাবরই এইক্ষেত্রে পিছিয়ে আছে। স্বাধী্নতার পরে কংগ্রেস ব্যতীত অন্য সরকারের সময়ে বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ হয়েছে।বর্তমান বিজিপি সরকার এই বিষয়ে ইতিবাচক মনোভাবসম্পন্ন ।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বের অন্যতম সাহসী এবং মানবতাবাদী নেতা।তিনিও এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন।
বাংলাদেশ,ভারত এবং পাকিস্তান পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিকরা উচিত।আমি বিশ্বাস করি এর মধ্যদিয়ে উপমাদেশ নতুন সভ্যতার জন্ম দিতে সমর্থ হবে ; এবং এরাই হবে পুরো বিশ্বের কর্ণধার।
                                                                 _____


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...