ঘুষ গ্রহণের বৈধতা বিষয়ে শিক্ষামন্ত্রীর বচন
ঘুষগ্রহণ সম্পর্কে আমার ব্লগে আমি বেশকিছু
কলাম লিখেছিলাম।ঘুষখোরদের কারণে মানুষ যে কী রকম হয়রানির মধ্যদিয়ে কালাতিপাত করছে তা শব্দে বুঝানো যাবে
না।গতকাল বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘুষ সম্পর্কে এক ঐতিহাসিক
বানী দিয়েছেন।শাসকশ্রেণীর অতীত ইতিহাস ঘাটলে এরকম দ্বিতীয় কোন ঘটনা সম্পর্কে জানা যাবে
না।
প্রথমে আমি বিশ্বাস করিনি যে শিক্ষামন্ত্রী
ঘুষ প্রহণের বিষয়ে সহনীয় মাত্রার বিষয়টি উল্লেখ করেছেন।অবশেষে দৈনিক শিক্ষায় আপলোড
করা ভিডিও দেখে নিশ্চিত হলাম।শিক্ষাপ্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে
তিনি সহনীয় মাত্রায় ঘুষ গ্রহণের পরামর্শ দিয়েছেন।তাহলে কী তিনি ঘুষ গ্রহণকে বৈধতা দিচ্ছেন?অনেক সরকারি কর্মকর্তা আছেন,যারা ঘুষ গ্রহণ ও প্রদানকে মনে প্রাণে ঘৃণা করেন।শিক্ষামন্ত্রীর উল্লিখিত
বক্তৃতা প্রকাশিত হওয়ার পর আমার এক ছোট ভাই যিনি একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা
এবং স্পিড মানি বা
ঘুষ কোনটিই গ্রহণ করেন না।তিনি খুব হতাশ
হলেন।তিনি বললেন,সরকারের দায়িত্বশীল
মন্ত্রী যদি এমনতর কথা বলেন তাহলে আমাদের মত চাকুরীজীবীগণ আরও কোণঠাসা হয়ে পড়বে।অন্যদিকে
শিক্ষাবিভাগে যারা সৎ হিসেবে স্বীকৃত তারা একঘরে হয়ে পড়বে।
এখন অন্য প্রসঙ্গে আসি।শিক্ষামন্ত্রী এই
উক্তির মধ্যদিয়ে সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন।সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর
উচিত তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয়া।অন্যথায় তার এই বক্তব্য সরকার বিরোধী আন্দোলনে
ব্যবহৃত হবে।
শিক্ষামন্ত্রী মহোদয় হয়তো স্পিড মানির গতিময়তার
বিষয়টি নিয়ে কিছু বলতে চেয়েছিলেন এবং তিনি
জানেন যে এটি বন্ধ করা অসম্ভব।তিনিও কি প্রচণ্ড হতাশা থেকেই এমন কথা বলেছেন?হয়তো তাই।
আমার পরিচিত জনৈক শিক্ষক বলেন,শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসের বিষয়ে
অন্যায্যভাবে নিরীহ শিক্ষকদের অভিযুক্ত করেছেন।এটি আল্লাহও অপছন্দ করেছেন।ফলে আজ হয়তো তিনি নিজের তীরেই বিদ্ধ হিয়েছেন।এদিকে সামাজিক মাধ্যমে সাধারণ জনগণ ঝড় তুলেছে।অনেকে তার এমনতর অভিমতকে অপরাধ হিসেবে গন্য করছেন।তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছেন।এই বিষয়ে বিচার বিভাগের সুয়োমোটো রুল জারির আবেদন করছেন।আমরা এমনতর বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।
আসুন, আমরা ঘুষমুক্ত অফিসের জন্য দোয়া করি।দোয়া করি একদল শাসকগোষ্ঠীর জন্য ; যারা আমাদের ভাল-মন্দ বুঝবে,সুখ-দুখ দেখবে ।যারা নিজেরাও ঘুষ খাবেনাএবং ঘুষখোরের পক্ষেও কথা বলবেনা।
দৈনিক শিক্ষায় প্রকাশিত ভিডিও লিংক:
http://m.dainikshiksha.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%96%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/131489/
----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন