অতপর মুক্তগদ্য
অতপর তোমার সকাল সন্ধ্যায় আমার নিত্য আবির্ভাব ;
তোমার আঁচলে সিঁদুরে সৌরভে আমার নিত্য বিচরণ
বিকশিত হবে ;ক্রমাগত ঘূর্ণায়মান নক্ষত্রের মত কোটি
আলোকবর্ষ দূর থেকে আসা অদৃশ্য আভা এক আমি।
আলোকবর্ষ দূর থেকে আসা অদৃশ্য আভা এক আমি।
রঞ্জনরশ্মির মত তোমার মাংশে , হাঁড়ে, কাম ও রিপুর
উৎসমূলে আমি নিত্য জাগ্রত সত্ত্বা, জেগে রবো। তুমি
অযথা বিরহী বালিকার মত চোখের দেখায় সুখ খোঁজ
আর নষ্ট কর অর্থহীন কারণে অমেয় সময়। আমার
অদৃশ্য হওয়া মানে অন্তর্ধান নয়। কোষে ঘূর্ণায়মান
ইলেকট্রনের মতো কোন এক সত্ত্বা -আমি -আমরা-তুমি-
সব মানবীয় রুপ ব্রক্ষ্মাণ্ডের অনন্য ইলেকট্রনিক
উপাদান।চিরন্তন ক্ষয় এযে অসাধ্য সাধন ;কল্পনার
অতীত - মৃত্যুর সময় নাই - নাই স্থান ;শুধু আপেক্ষিক
দৃশ্যমানতায় আমরা একে অপরের কাছাকাছি সারাক্ষণ।
০৩.০৯.২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন