রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

প্রিয় পুত্রের প্রতি


প্রিয় পুত্রের প্রতি


প্রিয় পুত্র তোমাকে অসংখ্য বার অগণিত উপদেশ বাণী দিয়েছি
কালে, দুপুরে  কিংবা  রাতে   
আমি জানি, তুমি তাতে প্রায় বিব্রত হয়ে যাও কিংবা 
বিরক্ত হয়ে কাছুমাছু কর
আসলে এতো উপদেশবাণী পুত্রদের সয়না  
 কারণপিতাদের সাথে পুত্রদের আজন্ম দ্বন্দ্ব ;   
 তবু্ও পিতারাইতো পথের নিশানা দেখিয়ে দেয়
 পুত্র আমার, আমি বিশ্বাস করি 
আমার জীবনবোধই তোমার সম্মুখে    
উপদেশেপূর্ণ দৃশ্যমান পত্র তবুও আজ লিখে যাচ্ছি -
লিখে যাচ্ছি কতিপয় উপদেশ গাঁথা অনাগত দিনে 
 যেদিন কোন এক দেহজ স্পর্শের কাঙালী হবে  
মুখোমুখি  হবে নিরুপম কঠিনতম কোন সত্যের   
সেই কঠিনতম ক্ষণে-সেই অনিশ্চিত  সংগ্রামের দিনে 
রেখে যাওয়া এই শব্দ শৃংখলেই খুঁজে পাবে 
নির্ভার অনুভবের ইতিহাস

প্রিয়পুত্র, সফলতার সোনালী সোপানে আরোহনের স্বপ্ন
যদি লালন করো মনে -তবে
প্রতীক্ষা করো ,সুস্থির থেকো আর
মর্মমূলে  নিত্যলালন করো প্রার্থীত সুন্দরেরে ,
ভোজনে তৃপ্ত থেকে ভজনে মজে যেও 

প্রিয় পুত্র, শিল্পীর খুনে হোলি খেলে খেলে 
 শিল্পেরে লালন করার আসুরিক যজ্ঞের বন্দনার যুগে 
তোমার আগামীদিন নিয়ে 
অদ্য আমি বড়ই শঙ্কিত
 প্রিয় আত্মজ, পেরেকে ক্ষত বটবৃক্ষের মত 
দরদী ছায়াধারী মানবশিশুসকল দানবীয় হাতে 
নিত্য  হননের শিকার ;এমন দিনে 
প্রিয় পুত্র,ধীরে যেও-তবে পথ চিনে যেও
অজানা পথে বেগবান গতি অর্থহীন-  
থাকে নির্দয় ঝুঁকি 
আর মৃত্যু বরণমালা হাতে থাকে  প্রতীক্ষারত  
প্রিয় পুত্র, জানার পথে একাকী জনম-
এককে রেখো ভরসা এককে করো 
আপনা সমর্পণ
যার প্রদীপ্ত আলোকে বিভূষিতা বিশ্ব চরাচর 
তারি মাঝে নিজেরে খুঁজে পাবে অলঙ্ঘনীয় পথে 
বন্ধনমুক্তির রাতে অতৃপ্ত সুখে হারাবে নিজেরে 
আপনার মাঝে বিরাজিত আসলেরে
খুঁজে পাবে হেরার তোরণে 

প্রিয় পুত্র, অন্তরলোকের নূরে আলোকিত করো 
অন্দরলোক ; নির্মল আলোকে  খুঁজে পাবে   
অক্ষয় স্বচ্ছ সরোবর
অন্দরলোক নন্দিত করো  
অহংমুক্ত চিত্তে  মুকুলিত হও ধীরে 
অন্তরলোকের আয়োজনে তফাতে রেখো
 অন্দরলোকের  মহিমা ধন 
মর্মদেশ রচনা করিবে মহিমা লাভের পথ 
অন্দর তোমার অর্জিত দৌলত  ;
দু'য়েরে রেখো তফাতে 
সচেতনে ;
নতুবা দুই-ই হারাবে
আপনার অগোচরে 
০৭ সেপ্টম্বর,২০১৯ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...