প্রিয় অবাঞ্চিত কেশগুচ্ছ সমাচার
তুমি অবাঞ্চিত কেশগুচ্ছ লালন করছো বস্রতলে, অথচ পুত - পবিত্র থাকার শপথে আলিঙ্গনে আবদ্ধ হতে চাও। এমন দ্বৈত আচরণে কেমন করে তোমার সয়ে যায়। আমি বুঝতে পারিনা,তুমিও কেমন বদলে গেলে ;অথচ তোমাতেই তো কিছুটা ভরসা ছিলো।তোমার সিদ্ধছায়ায় ঘুরবো-মুক্তবিবেক,বিশুদ্ধ বাতাশ পাবো ;তাই রক্তে উচ্ছ্বাস আনে নৃত্যরত কিন্নরীদলে। কিন্তু বগলদাবা ছোরাধারী গুপ্তঘাতকের মতোই তুমি নিশ্চুপ হয়ে আছো ; অবাঞ্চিত কেশগুচ্ছ উপড়ে ফেলায় তোমার কেনো এতো দ্বিধা? কেনো এতো ভয়? তবেতো আমি চন্দন চর্চিত নব নন্দনে এবার অভিসারে যেতেই হবে ।
০১.০৩.২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন