শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

অভিযোজিত কালের কথন-১

 অভিযোজিত কালের কথন-১

করোনা কালে সময় কাটেনা মোটেই। মাঝে মাঝে কল্পনার সীমান্তে চলে যাই যেনো। তারপর থেমে যাই। প্রলম্বিত  ইচ্ছেগাছে ফুল ফোটাতে চাই ; সরু বারান্দার এক কোনে বসি চুপচাপ। দেশলাইয়ের কাঠি জ্বলে ঘন ঘন। ওপারের অদূরে বারান্দায় কেউ এসেছিল-তারপর চলেগ্যাছে আপনার কাজে  ;শুধু শাদা রশিতে ঝুলছে লাল-সবুজ কাঁচুলিরা, নীল পেন্টি, ঘি-রাঙা সালোয়ার, খয়েরী ওড়না।তাই বলে আমি কারো বুকের মাপ নিয়ে ভাবিনা।সিগারেটে টান দিই নিরুদ্বেগ। বিবর্ণ পেন্টির আলোকচ্ছটায়  শিহরণ জাগেনা মনে কিংবা শুকনো  জিহবা নিঃসরিত  নোনা লালায় ভিজেনা। সহজাত প্রাকৃতিক জীবন আমাদের কেটে কেটে যায়, শরীরের ভাজে ভাজে নিমিশেই মিশে যায় কাঁচুলির  সূতারাশি, পেন্টিরাও হারিয়ে যায় অধরা কোন অদৃশ্যলোকে। সহজাত জীবন আমাদের  খাঁজ কেটে কেটে এগুতে হয় সন্তর্পণে ; পার্বতীর সিক্ত বসন পিচ্ছিল ভারি;তাই,ভাঁজ ছুঁয়ে ছুয়ে নুয়ে নুয়ে   আরোহী না হলে খাদে পড়ে নিঃশেষ হতে হবে অকস্মাৎ নির্ঘাৎ।   

২৫.০৯.২০২০ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...