সমাজ ব্যবস্থায় বাস্তবতা
এই দুনিয়া এক বিচিত্র স্থান।এখানে ভালো মন্দ একটা আপেক্ষিক বিষয়। ভালো মন্দের নির্ণায়ক সমাজের ক্ষমতাসীন ব্যক্তি বৃন্দ। তারা তাদের সুবিধামত বিবেচনাশক্তির অনুকূলে নিয়ম জারি করেন।আম জনতা মানতে বাধ্য হয়ে থাকেন।খাস জনতা থাকেন বিভক্ত।
আম জনতার মধ্যে অধিকাংশেরই কোন ক্লাস নেই।তাদের বিবেচনা শক্তি টিকে থাকার সীমার আটকানো থাকে।তারা ভালো বেসে অথবা সুযোগ পেয়ে পরপুরুষ কিংবা পরনারীতে আনন্দ তালাশ করে,উপভোগ করে।তারা ধর্মের ভয়ে ভীত; কিন্তু কামের ভারে নুয়ে থাকে।অতএব,কর্মের জয় হয়।মধ্যপ্রাচ্যের দেশসমূহে চ্যুত বিবাহ প্রচলিত আছে।ধর্মে কী আছে তা নিয়ে বিতর্ক আছে।কিন্তু সেখানে তা চলমান আছে।এখানে নেই।এখানে কী আছে সে সত্য সবাই জানেন।নিরুদ্দিষ্ট স্বামীর প্রতিক্ষায় থেকে থেকে ধার্মীক নারীও অহরহ পরপুরুষে আসক্ত হচ্ছেন।তাই মাঝে মাঝে ভাঙ্গনের শব্দ শুনি; কখনো কখনো সে সকল ভাঙ্গন বড়ই মর্মান্তিক হচ্ছে।অন্যদিকে,অক্ষম সঙ্গীর সাথে থেকে থেকে অনেক নারীর জীবন দূর্বিষহ হয়।তখন তারাও নিজের পথ খুঁজে নিচ্ছে।এটি হচ্ছে চরম সত্য এবং বাস্তব।ফলে অনেকেই কামের সন্তানে পরিবার গড়ছেন,প্রেমের সন্তানের দেখা নেই।তাদের কাঠামো আছে বটে,কিন্তু অবরণ নেই; আছে দেহ আচ্ছাদিত পোশাক।অথচ এটা নিয়ে তুমুল তর্ক হয়। সুন্দরের জন্য প্রত্যাশিত সমাজ ব্যবস্থা সবচেয়ে বেশি প্রয়োজন ; তা নেই।
বর্তমানে,মিডিয়া নিয়ে বহু কথা হচ্ছে।এটি খুব খারাপ!যারা এসকল কথা অধিক প্রচার করেন,তারাও মিডিয়ার আশ্রয়ে করেন।অবশ্য অধিকাংশ ক্ষেত্রে বিভ্রান্তিকর কথা প্রচার করেন।তাদের বলা উচিত, মিডিয়ায় যা ভালো হচ্ছে, তা অনুসরণ করুন।তারা তা বলতে অক্ষম।তারা সকল মানুষকে তাদের ছাঁচে রাখা ধার্মিক বানাতে চাহেন।এখানেই সমস্যা।মানুষের মধ্যে সুপ্ত মানবিক গুণাবলির বিকাশ হলে সমস্যা কেটে যায়।
পরিবর্তনশীল সমাজে মিথষ্ক্রিয়া চলবে এবং বর্তমান বিশ্বে তা বেশি প্রয়োগযোগ্য। মিডিয়ায় ভালো অনেক কিছু হয়।তা খুঁজুন,উপভোগ করুন।অবসরকে আনন্দময় করুন।
১৩/০২/২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন