শিক্ষাপদ্ধতি ও মূল্যায়ন বিষয়ে কারা সিদ্ধান্ত দিবেন?
আজকে বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব পাবলিক পরীক্ষায় এম সি কিউ পদ্ধতি প্রত্যাহার করার ইচ্ছে ব্যক্ত করেছেন।শিক্ষার্থীর মেধা ও অর্জিত যোগ্যতা মূল্যায়নের বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র। এই পদ্ধতির প্রতিকূলে প্রশাসনিক পদের একজন এইরকম প্রত্যয় ব্যক্ত করা কতটুকু সঠিক তাহা ভাবার বিষয়।
বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে এই রকমটা হচ্ছে।বিশেষভাবে বলতে গেলে বেশ কয়েক বছর ধরে বই,সিলেবাস,মূল্যায়ন, শিক্ষক নিয়োগ ইত্যাদি নিয়ে বারবার সিদ্ধান্ত বদল হচ্ছে।এইক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষাবিশেষজ্ঞদের মতামতকে খুব একটা আমলে নেয়া হয়নি।বর্তমানে শিক্ষাসচিবের আহবান করা এসম্পর্কিত মিটিংএ শিক্ষায় বিশেষজ্ঞ ব্যক্তিগণ অনুপস্থিত থাকেন;দু'একজন উপস্থিত থাকেন।তাঁদেরকেও আমরা চিনি। আমরা টিভি টকশোতে জনৈক খ্যাতিমান শিক্ষাবিদের অভিমত শুনেছিলাম।
একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা যেমন করে একজন পল্লী চিকিৎসক দেয়া অনুচিত, তেমনি শিক্ষাবিষয়ে যথেষ্ট গবেষণা না থাকলে এই রকম স্বীকৃত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা ভুল।
মূল সমস্যা কোথায়?
শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থার জন্য দায়ী মূলত যৌক্তিক সিদ্ধান্তের অভাব।শিক্ষায় শৃঙ্খলার জন্য প্রথমেই দরকার উপযোগী শিক্ষানীতি। তারপর প্রয়োজন শিক্ষা আইন।কারণ,শিক্ষা আইন নিশ্চয় আন্তর্জাতিক মানের হবে এবং তা সার্বজনীন কল্যাণ নিশ্চিত করবে। অন্যদিকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে নিশ্চয় শিক্ষকও বিশ্বমানের হবে।
বর্তমানে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা মূলতঃ তৃতীয় পক্ষ কর্তৃক সৃষ্ট। যারা শিক্ষাদান কার্যক্রমে যুক্তনন তারাই দায়ী।এখন প্রয়োজন ঐসব লোকের হাত থেকে একে মুক্ত করা এবং প্রয়োজনীয় কৌশল গ্রহণ করা।
আমি মনে করি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী মূল্যায়নের দিকটি যথাসম্ভব বিদ্যালয় অভিমূখী করা উচিত।শিক্ষার্থীর পুরো বছরের মূল্যায়নকে চূড়ান্ত মূল্যায়নে বিবেচনায় আনা উচিত। প্রয়োজনে জেলাভিত্তিক শিক্ষাবোর্ড প্রতিষ্ঠা কপ্রা উচিত।সাথে সাথে সবচেয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় অন্তর্ভুক্ত করানো উচিত। কিভাবে তা সম্ভব হবে তা নিয়ে আলোচনা করা উচিত।
সৃজনশীল প্রতিভা আবিষ্কারের জন্য সৃজনশীল মানসিকতার মানুষ প্রয়োজন।একসময় দেশসেরা শিক্ষাবিদগণ শিক্ষাক্ষেত্রে কর্ণধার হতেন।বর্তমানে সকলকিছুতেই অন্ধ আনুগত্য প্রত্যাশা করা হয়।এই মন্দ প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ;অন্যথায় সকল পদক্ষেপ ভুল স্থানেই পড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন