মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

প্রসঙ্গ: ডিজিটাল উপস্থিতির ধরণ ও যৌক্তিকতা

প্রসঙ্গ:  ডিজিটাল উপস্থিতির ধরণ ও যৌক্তিকতা

বর্তমানে ডিজিটাল উপস্থিতির বিষয়টি খুব আলোচিত হচ্ছে,মিটিং হচ্ছে।ইতোমধ্যে কোন কোন বিদ্যালয়ে ঘটা করে আঙুলের চাপ ব্যবহার করে এটি নেয়া হচ্ছে।আমাদের প্রশ্ন হচ্ছে:মানুষের অদ্বিতীয়  সত্ত্বার অংশ হচ্ছে আঙুলের চাপ;এর যথেচ্ছ ব্যবহার ভবিষ্যতে বিবিধ সংকট সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।
পৃথিবীর সর্বত্র  প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করা কার্ডের মাধ্যমে ডিজিটাল হাজিরা নেয়া হয় এবং এটি সর্বজন স্বীকৃত। কোথাও কোথাও ক্যামরার মাধ্যমে কর্মীর উপস্থিতি দেখবাল করা হয়। কিন্তু উল্লিখিত ক্ষেত্রে মানুষের জন্মগত অদ্বিতীয় চরিত্রের অংশ যদি চাকুরীস্থলের উপস্থিতিতে ব্যবহার করা হয় তা অগ্রহণযোগ্য। সরকারের সবচেয়ে সংরক্ষিত স্থানে এবং সর্বোচ্চ পর্যায়ে থাকা জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা যেখানে হুমকীর মুখে, সেখানে স্থানীয়ভাবে নেয়া আঙুলের চাপে হাজিরা নেয়া কতটুকু যুক্তিযুক্ত? বিষয়টি ভেবে দেখা দরকার।  আঙুলের চাপে হাজিরা নেওয়ার আইনগত দিকও আমাদের জানাতে হবে এবং জানতে হবে।এর অপব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা উচিত।বিষয়টি ভেবে দেখা দরকার।

বাংলাদেশেও  অল্পসময়ে অধিক সংখ্যক কর্মী বাহিনীর হাজিরা নেওয়ার জন্য কার্ডের মাধ্যমে হাজিরা নেয়া হয়।এটি যুক্তিযুক্ত।ডিজিটাল হাজিরা যদি নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়,তাহলে আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতিতে করতে হবে এবং এটা সকলকে অনুভব করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...