শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

এক ডাহুকের গল্প

এক ডাহুকের গল্প

তাঁর ডাহুকী কণ্ঠ রক্ত ঝরিয়ে জন্ম দিল নতুন ভূমি- 
তার নাম হলো বাংলাদেশ। দরদী ডাহুক মনসার
 ফনায় বিক্ষত হল; অবশেষে দৃশ্যমান হলো তার
 শোনিতে রঙিন পুরো ব্রহ্মাণ্ড; আজ 
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সর্বব্যাপী বিস্তারিত 
রক্ত চিরন্তন শিল্পের রঙের উপমা । প্রতিটি 
বুলেটের আঘাত কোটি গ্রেনেড রুপে বিরাজিত।
তবুও আজ পতিত গুইসাপের উৎপাতে বিব্রত
 ডাহুকের ডেরা। তার ঝরিত রক্তের ইতিহাস 
পৃথিবী জানে, জানে বাংলার সবুজ গালিচা। 
তবে ভয় কী এগিয়ে যেতে দুনির্বার বেগে-
যখন আজ শান্ত হৈমন্তী সময়। ২৬.১০.২০১৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...