ভয়
লোকটা নাছোড় বান্দা। আমার পরিচিত। গতকাল থেকে তিনি গুরুতর এক সমস্যায় কাবু হয়ে আছেন।তিনি আমাকে কিছু বলতে চাচ্ছেন।আমাকে শুনতেই হবে।আমি শুনলাম।আমার ধৈর্য হারাবার কথা।কিন্তু শুনলাম।
তিনি বলে যাচ্ছেন,গতকাল দুপুরে তিনি লোকাল বাসে বসুরহাটে যাচ্ছেন।যাচ্ছিলেন ফেনী থেকে। পাশে বসা যাত্রীর সাথে তিনি কথা বলছিলেন। লোকটির মুখে ছিলো মাস্ক।চিনতে পারেননি।তবে মনে হয়েছে মধ্যবয়সী। চাপা স্বভাবের মানুষ। মাঝে মাঝে কথা বলছিলেন।মাঝে মাঝে হু হাঁ বলে উত্তর দিচ্ছিলেন।
তাহলে সমস্যাটা কী?আপনি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ,আপনাকে সবকিছু বলিনি।লোকটি ছিলো আমার পাশের আসনে।তিনি বলছিলেন, বাসের ভাড়া খুব বেশী বাড়িয়েছে।খুব অনিয়ম।আমি বললাম, সর্বত্র অনিয়ম। আমার এন আই ডি -তে ভুল হয়েছে।ভুল কারা করেছে?তারা।কিন্তু আমার কার্ডের সংশোধন করতে কতো ঘাটে যেতে লাগলো। আবার অফিসে অফিসে টাকা দিতে হলো। টাকা না দিলে তারা ফাইলের খোঁজই পায়না।ভূমি অফিস,ইউনিয়ন বোর্ড অফিস সবখানে মস্তবড় অফিসার বসে আছে।তারা অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে।কী এক ভয়াবহ সংকটে আছি।এসব কী, বলে বুঝানো যাবে!ভদ্রলোক আমার সাথে ঐক্যমত প্রকাশ করলেন।তাহলে সমস্যাটা কী?
সমস্যা হলো, লোকটিকে আমার বিশ্বাস হচ্ছেনা।লোকটা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে!যদি মামলা করে;থানায় কিংবা আদালতে!আমি সরকারের অনিয়মের কথা বলেছি।বলুনতো এখন কী করি?আমি বললাম, দুত্তরি কী সব আজে বাজে বকে যাচ্ছেন।অনেকেই অফিস আদালতের ঘুষ- দুর্নীতি নিয়ে পুলিশের সামনে বসেই বলে থাকে।
ভদ্রলোকের ভয় হচ্ছে,সহযাত্রী তার বিরুদ্ধে যদি মামলা করে দেন; তবেই তো ঝামেলায় পড়বেন।আমি তাকে বুঝাতেই পারছিনা যে, তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ, কষ্টের কথা শেয়ার করেছেন; এটা মামলার কারণ হয়না।মানুষের খেয়ে দেয়ে আর যেনো কাজ নেই।অযথা কেনো তারা সমস্যায় জড়াবে? তবু ভদ্রলোকের ভয় কাটে না।
লোকটা আমাকে চেনেই না।আমার মুখেও মাস্ক ছিলো। লোকটা আমার নামও জানতে চায়নি।তবুও আমার ভয় হচ্ছে।না ভাই,আমি তো ভালো আছি।টাকা আছে।টাকা দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলতে পারি।শুধু শুধু কথা না বললেই পারতাম।
হ্যাঁ,পারতেন।কিন্তু প্রতিবেশির ঘরে আগুন লাগলে আপনি নিরাপদ ভাববার কোন কারণ নেই।
এরা সমাজ বিচ্ছিন্ন গোষ্ঠী। এরা নিজেদের সুখ ও সুবিধা নিয়ে আত্মতৃপ্তি খোঁজে। কিন্তু এরাই আজকাল মুখ ফসকে অনেক কথা বলে ফেলে।
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
ভয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Printfriendly
Featured Post
জাতি নির্মাণে গল্পযোগ
জাতি নির্মাণে গল্পযোগ ১ । মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...
-
মধ্যবয়সের দাম্পত্য সংকট শুরুর কথা: সব রকম কাজ বা চাকুরীর জন্য শিক্ষা এবং ট্রেনিং প্রয়োজন হয় ; নতুবা চাকুরীতে প্রত্...
-
কোম্পানিগঞ্জে র মাদ্রাসাভিত্তিক শিক্ষার হালহকিকত বাংলাদেশের বিশাল জনশক্তি মাদ্রাসাভিত্তিক শিক্ষাব্যবস্থার আওতায় রয়েছে। ম...
-
ভালবাসায় শিল্প ও শিল্পে ভালবাসা ভালবাসা পৃথিবীর আদিমতম শব্দ।সমগ্র বিশ্বমণ্ডল সৃষ্টির সাথে এই শব্দটি যুক্ত ; প্রতিটি মহৎ কর্মে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন