শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রাহুগ্রাস

 

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রাহুগ্রাস
মাধ্যমিক বিদ্যালয় শিশু ও কিশোরদের পাঠদান করা হয়।এক সময় আমরাও বিদ্যালয়ে ছিলাম, স্যারদের কাছাকাছি ছিলাম।স্যারেরা আমাদেরকে শাসন করেছিলেন,যত্নও করেছিলেন।তখন বিদ্যালয়ে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হতো।স্যারেরাই নেতা নির্বাচিত করতেন।অধিকাংশ ক্ষেত্রে মেধাবী ও স্কাউটের সাথে যুক্ত শিক্ষার্থীরাই নেতা নির্বাচিত হতেন।
এখন সময় বদলেছে।বিদ্যালয়ে ক্যাবিনেট হয়।বড় আয়োজন। প্রায় সকল ক্যাবিনেট নির্বাচনে স্থানীয় রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সম্পৃক্ততা দেখা যায়।ফলে এসকল ছাত্ররা অতি দ্রুত এলাকার বড় ভাইদের হাতের লাঠি হয়।তাদের পড়া লেখা লাটে ওঠে।তাদের বাকি সময় মন্দ স্রোতের প্রবাহে প্রবাহিত হয়।তাদেরকে বড় ভাইয়েরা নেতা বলেই ডাকাডাকি করে।তাদের ভাব কে দেখে! 
 
    এই পর্যায়ে মহা সংকটে আছেন, দেশপ্রেমিক শিক্ষাবিদেরাই।এরা অসাম্প্রদায়িক এবং শিক্ষাদানে একনিষ্ঠ। এরা অন্যায় দেখলে মুখ খুলেন,কথা বলেন। এরা শিক্ষক হিসেবেও সাধারণ শিক্ষার্থীদের নিকটে জনপ্রিয়।এখানেই মূলতঃ সমস্যা।তারা দলবাজি করেন না।এজন্য তারা দুর্বল।মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে।তাদের কর্মী ও সমর্থক গোষ্ঠী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় জড়িত।কিন্তু তাদের চোখের উপরেই শিক্ষক হেনস্তা হচ্ছেন,খুনের শিকার হচ্ছেন।এবং যারা এর শিকার হচ্ছেন, তারা সকলেই হিন্দু ধর্মালম্বী শিক্ষক।এটি বড়ই বিব্রতকর। বিষয়টি উপর মহল থেকেই তদন্ত করা উচিত।এতে কোন প্রকার গাফেলতি অগ্রহণযোগ্য। যারা উন্নত এবং দেশের সত্যিকার নির্মাতা, তাদেরকে ধ্বংসের প্রক্রিয়া দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...