শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

প্রসঙ্গঃফেজবুক ওয়াজিন

 

প্রসঙ্গঃফেজবুক ওয়াজিন
ফেসবুক ওয়াজিনের ভয়ে আমি ভীত।এদের প্রায় প্রত্যেকের ওয়াজ আমি মনোযোগ সহকারে শুনে থাকি।কিন্তু অধিকাংশই অনুমানের উপর ভিত্তি করে বহু তথ্য উপস্থাপন করে থাকেন।ক'দিন আগে একজন খ্যাতিমান বললেন,পৃথিবীতে ৩৫০ কোটি খ্রিস্টান আছে,মুসলিম আছে ২০০ কোটি, বৌদ্ধ ২০০ কোটির উপরে, আরো আছে হিন্দু, জৈন,শিখ। আম জনতা এসব শুনে, পরষ্পরে আলোচনা করে,আর মাঝে এদের রেফারেন্স দিয়ে ঝগড়া বাধিয়ে দেয়।এসব ওয়াজিনের অনুমানের উপর এদের(ওয়াজিন) প্রচণ্ড আত্মবিশ্বাস আছে বুঝা যায়।কিন্তু এরা ভুলে যায়, মানুষ ক্ষমা প্রার্থী হলে আল্লাহ অবস্থার পরিবর্তন করে দিতে পারেন এবং কিয়ামত,ইমাম মেহেদী, দাজ্জাল হয়তো আগামী শত বছরেও আসবেনা। আমি বুঝতে পারছিনা, এরা এটা কি জানেনা?
আমি বুঝতে পারি, আল্লাহ কারো উপর অসন্তুষ্ট হলে তাঁর মুখ দিয়ে বিভ্রান্তিকর বাক্য বের করেন, তাদের আচরণে স্পষ্টতঃ শরিয়তের বিধিবিধানকে উপেক্ষা করার সুযোগ করে দেয়; ফলে তারা তাদের আগুনে জ্বলে পুড়ে মরে।এই নমুনা আমরা দেখতে পাচ্ছি।অথচ মাঝে আম জনতার বিশ্বাসে আঘাত আসে।সরকার এই বিষয়ে নীতিমালা প্রণয়ন করা উচিত।ইসলাম কারো ব্যক্তিগত বিষয় নয়; যেমন ইচ্ছে, তেমনি ব্যাখ্যা করবে।।আল্লাহ সহজ সরল মানুষদেরকে এদের বিভ্রান্তিকর শব্দবাণ থেকে রক্ষা করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Printfriendly

Featured Post

জাতি নির্মাণে গল্পযোগ

  জাতি নির্মাণে গল্পযোগ   ১ ।   মানুষ সামাজিক জীব।তারা পরিবার গঠন করে।তারপর সে-ই পরিবার একটি গোষ্ঠীতে রুপান্তরিত হয় এবং ধীরে ধীরে একাধিক গোষ...